• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

নিয়ন্ত্রিত বোলিংয়ে টাইগারদের দাপুটে জয় 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৬:৩৭ পিএম
নিয়ন্ত্রিত বোলিংয়ে টাইগারদের দাপুটে জয় 
ছবি সংগৃহীত

ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লিটনের অনবদ্য ব্যাটিংয়ের পর বোলারদের নিয়ন্ত্রণে আফগানিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন লিটন দাস। আর দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ২৫ রান এসেছে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের ব্যাট থেকে।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই স্পিনার নাসুম আহমেদের ঘুর্ণি জাদুতে কোণঠাসা হয়ে যায় আফগানরা। পাওয়ার প্লেতে ৪ উইকেট তুলে নিয়ে আফগানদের টপ অর্ডারে ধস নামান নাসুম। এরপর বাকি কাজটুকু সারেন সাকিব ও শরিফুল। সাকিবের ২ ও শরিফুলের ৩ উইকেটের কল্যাণে ১৭ ওভার ৪ বলে ৯৪ রানে অলআউট হয়ে যায় আফগানরা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া অভিষিক্ত আজমতউল্লাহ ২০ ও অধিনায়ক মোহাম্মদ নবী করেন ১৭ রান। 

ম্যাচ সেরা হয়েছেন ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নেয়া স্পিনার নাসুম আহমেদ। আগামী শনিবার (৫ মার্চ) একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। 

Link copied!